বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | কেন গত বছরের সাফল্য ধরে রাখতে পারেনি সানরাইজার্স? কারণ খুঁজলেন ভেত্তোরি

Sampurna Chakraborty | ০৬ মে ২০২৫ ২০ : ৫৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১১ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে। শুরুটা দাপটের সঙ্গে করলেও, প্রথম দুই ম্যাচের পর থেকে খেই হারিয়ে ফেলে। এই দলই গত আইপিএলে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু এবার ব্যর্থ ট্রাভিস হেড, অভিষেক শর্মারা‌। ব্যর্থতার কারণ খুঁজলেন ড্যানিয়েল ভেত্তোরি। সানরাইজার্সের কোচ মনে করেন, পিচই এর প্রধান কারণ। একাধিক উইকেট ব্যাটিং সহায়ক ছিল না। ঘরের মাঠের পরিবেশ এবং পরিস্থিতি এবার চ্যালেঞ্জিং ছিল। ১১ ইনিংসের মধ্যে মাত্র চারবার ২০০ রানের গণ্ডি পেরোতে পেরেছে দলগুলো। গতবছর যা ১২ বারের মধ্যে সাতবার হয়েছিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ ওয়াশআউট হয়ে যাওয়ার পর ভেত্তোরি জানান, 'আমি কখনও বলিনি প্রত্যেক ম্যাচে আগ্রাসী মনোভাব প্রয়োজন। আমরা পরিস্থিতি বিচার করার চেষ্টা করছিলাম। সেটা আমাদের প্রত্যাশা অনুযায়ী ছিল না। গত বছর একাধিক হাই স্কোরিং ম্যাচ ছিল। এবার পিচগুলো অন্যরকম ছিল। ব্যাটারদের জন্য সহজ ছিল না। আমরা পরিবেশ, পরিস্থিতি এবং গেম রিড করার চেষ্টা করেছি। সাধারণত আমাদের দলের ব্যাটাররা আগ্রাসী। তবে দিনের দিন যা প্রয়োজন সেটা করা উচিত ছিল।' 

দিল্লির বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায়, সানরাইজার্সের প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। ৭ উইকেটের বিনিময়ে ১৩৩ রানে দিল্লিকে আটকে রাখতে সক্ষম হয় হায়দরাবাদ। কিন্তু বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। ধারাবাহিকতার অভাবের উল্লেখ করেন সানরাইজার্সের কোচ। ভেত্তোরি বলেন, 'অবশ্যই হতাশজনক। আমরা অনেক প্রত্যাশা নিয়ে শুরু করেছিলাম। কিন্তু আমরা পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখাতে পারিনি। আমরা একসঙ্গে গ্রুপ হিসেবে খেলতে পারিনি। এই বিষয়ে আমি অনেকবার কথা বলেছি। এই প্রথম দিল্লির বিরুদ্ধে সবকিছু ঠিকঠাক হচ্ছিল। কিন্তু ম্যাচটা শেষ করা সম্ভব হয়নি। এটাই ক্রিকেট।' নতুন দলের হয়ে মরশুমটা খুব একটা ভাল যায়নি মহম্মদ সামির। নয় ম্যাচে ছয় উইকেট নেন। গড় ৫৬.১৬। ভেত্তোরি জানান, সামি চোট থেকে ফিরে আপ্রাণ চেষ্টা করছে সেরা ছন্দ ফিরে পাওয়ার। প্যাট কামিন্সের প্রশংসা করেন সানরাইজার্সের কোচ। 


Daniel VettoriSunrisers HyderabadIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া